1. tv.52bd@gmail.com : 52bd tv : 52bd tv
  2. rajot.press@gmail.com : Rajot Chakrabarty : Rajot Chakrabarty
  3. liventech.co@gmail.com : Argrambangla.tv :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে নগরীর রিকাবী বাজারে নৌকার প্রচারনা

শিপন চন্দ জয়
  • আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩২

আগামী ২১জুন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন’কে সামনে রেখে সিলেটে ব্যস্ততম সময় পার করছেন প্রার্থী ও সমর্থকেরা। শনিবার দুপুর ৩টায় মহানগরীর রিকাবী বাজার, লামাবাজার এলাকায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র পক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারন সম্পাদক এটিএম হাসান জেবুলের নির্দেশনায় লিফলেট বিতরন করা হয়েছে।

লিফলেট বিতরনের কালে এটিএম হাসান জেবুল বলেন, সিলেট মহানগরী’কে একটি স্মার্ট ও ডিজিটাল নগরী হিসেবে গড়তে হলে আনোয়ারুজ্জামান চেীধুরী’র গুরুত্ব অপরিসীম। নগরীর মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত’কে আরো শক্তিশালী করবে।

এদিকে এডভোকেট রন চন্দ্র দেব বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে ও থাকবে। নগরীর মনুষ এবার পরির্বতন চায় তাই বিএনপি আগেই ভোট থেকে সরে গেছে। মানুষ’কে আর বোকা বানানো যাবে না।

এসময় উপস্তিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল,এড.রণ চন্দ্র দেব,এড. বিক্রম কুমার চন্দ,১৩নং ওয়ার্ড আওয়ামিলীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য এড. আবুল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিন্টু দত্ত,সুনামগঞ্জ জেল ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাহুল তালুকদার, দিজেন্দ্র লাল শর্মাসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
৫২ বিডি টিভি©২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত