1. tv.52bd@gmail.com : 52bd tv : 52bd tv
  2. rajot.press@gmail.com : Rajot Chakrabarty : Rajot Chakrabarty
  3. liventech.co@gmail.com : Argrambangla.tv :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বায়ান্ন ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২

মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মো. দিলাল উদ্দিন (২৭) নামের ওই যুবক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র‌্যাব। পরদিন ২৩ জুলাই র‌্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শোনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
৫২ বিডি টিভি©২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত