1. tv.52bd@gmail.com : 52bd tv : 52bd tv
  2. rajot.press@gmail.com : Rajot Chakrabarty : Rajot Chakrabarty
  3. liventech.co@gmail.com : Argrambangla.tv :
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন

সিলেটে “কুলাউড়া সমিতি, সিলেট” গঠিত

বায়ান্ন ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৯

সিলেটে বসবাসরত কুলাউড়া অধিবাসীদের নিয়ে কুলাউড়া সমিতি, সিলেট ২৩ মে মঙ্গলবার সিলেটের এক অভিজাত হোটেলে সমিতি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়জন করা হয়।উক্ত সভায় উপস্থিত কুলাউড়া বাসি সবার সম্মতি ক্রমে কুলাউড়া সমিতি গঠন করা হয়।উক্ত সভায় সবার সম্মতিক্রমে সাংবাদিক কামাল হাসান কে সভাপতি ও বদরুল হোসেন খাঁন কামরান কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সমিতির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,আব্দুল বাছিত,জাফর আহমদ গিলমান,হাজী রেনু মিয়া,পরাগ কান্তি দেব,কর আইনজীবী মোঃ: জহিরুল ইসলাম রিপন,আব্দুল আহাদ (রুমেল),মো: ফজলুল হক,রুমান আহমদ.নীল কান্ত দাস নিলু, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাই আল হাদী,নুরুজ্জামান জাহাঙ্গীর,
সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,অর্থ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক এড. বিমলেন্দু মিত্র তপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পংকজ কান্তি দত্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: কামাল উদ্দিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন সাজু,শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল সোহেল।

সদস্য প্রফেসর ড. নুর উদ্দিন আহমদ, সিদ্দিক জালাল উদ্দিন আল বেরুনী,আব্দুল মুহিত, অরবিন্দু কুমার দত্ত,বিশ্বজিৎ দাস,অনুরুপ দেব চৌধুরী,ফতেহুল আলম সোহেল,রিপন দেব, সাংবাদিক এম এ কাইয়ুম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
৫২ বিডি টিভি©২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত