1. tv.52bd@gmail.com : 52bd tv : 52bd tv
  2. rajot.press@gmail.com : Rajot Chakrabarty : Rajot Chakrabarty
  3. liventech.co@gmail.com : Argrambangla.tv :
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

কানাইঘাটে সিএনজি থেকে ৩টি বস্তায় ১৯২ বোতল মধ’সহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৭

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে একটি সিএনজি থেকে মাদক ব্যবসায়ীসহ ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানাধীন ০৩ নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের অর্ন্তগত দর্পনগর পূর্ব সাকিনস্থ আলতাফ চেয়ারম্যনের বাড়ীর সংলগ্ন মরহুম মনাই মিয়া শাহ মাজারের পাশে’র রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে একটি সিএনজি’তে থাকা ৩টি বস্তায় মোট ১৯২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েস মদ’সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন (২৪) কে আটক করে পুলিশ।

আটককৃত করিম উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমেদের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া শ্যামল বণিক।

কানাইঘাট থানার এসআই দেবাশীষ শর্ম্মা জানান, আটক কালে মাদক ব্যবসায়ী করিমের অন্যান্য সহযোগী’রা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পলাতক মাদক ব্যবসায়ী’দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর দেওয়া তথ্য অনুসারে ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মদ সংগ্রহ করে নারাইনপুর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
৫২ বিডি টিভি©২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত