সিলেটের ওসমানীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ মাছুদুল আমিন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ওসমানীনগর মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক নেতৃবৃন্দরা।
আজ (৫ মে) ওসমানী থানায় সৌজন্যে সাক্ষাৎ করেন বায়ান্ন টেলিভিশন আইপি এর বার্তা-সম্পাদক শাহ সাজু,মায়ার টিভির কর্নদার হারুন রশিদ,ওসমানীনগর টাইমসের সুহেব আহমেদ,সুবল চন্দ্র দাশ,আজিজুল বারী রিপন,জাইদুল ইসলাম,ফারুক আহমেদ।
এসময় ওসমানীনগর থানার আইনশৃঙ্খলা কাজকে আর বেগবান করার লক্ষ্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন অফিসার ইনচার্জ মাছুদুল আমিন।তিনি আরো বলেন সংবাদপত্র হলো সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকতাকে বলা হয় কোনো জাতি নির্মাণ কিংবা ধ্বংসের গদ্য। বর্তমান যুগে দৈনিক কাগজগুলো এবং অনলাইন নিউজ পোর্টালগুলো মানুষের জীবনের একটি অপরিহার্য অংশেই পরিণত হয়েছে।
সমাজ-রাষ্ট্রের উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সত্য-সুন্দর এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সংবাদ, সাংবাদিক এবং সংবাদপত্র অত্যন্ত নিবিড় বন্ধনে আবদ্ধ। একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ।
Leave a Reply